রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মহেশপুরে তিন কোটি ৬৯ লাখ টাকার স্বর্ণসহ আটক দুই

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৩

আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৮

শেয়ার

মহেশপুরে তিন কোটি ৬৯ লাখ টাকার স্বর্ণসহ আটক দুই
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুর থেকে চার টি স্বর্ণেরবারসহ দুই জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

শনিবার বিকেলে উপজেলার কাকিলাদহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার রাতে প্রেসব্রিফিংয়ে বিজিবি জানায়, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে জীবননগর গামী হাজী ডিলাক্স নামের একটি বাসে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাকিলাদহ বাজারে অবস্থায় নেয় তারা। সেসময় বাসটির গতিরোধ করে তল্লাসী চালিয়ে আটক করা হয় কালীগঞ্জ উপজেলার খৈদ্দরায়গ্রামের সৌরভ বিশ্বাসকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ কেজি ৩৩১ দশমিক ৭৯ গ্রাম ওজনের ৪ টি স্বর্ণের বার। যার আনুমানিক মুল্যে ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭’শ ৭৬ টাকা।

সৌরভ বিশ্বাসের দেওয়া তথ্য মতে কোটচাঁদপুর থেকে আটক করা হয় রণজিৎ বিশ্বাস নামের আরও একজনকে।

খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক রফিকুল আলম বলেন, আটককৃত এই সোনা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিলো। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ এর সত্যতা নিশ্চিত করে বলেন,মামলা হয়েছে,আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে আজকেই তাদের আদালত প্রেরণ করা হবে।



banner close
banner close