দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্থাফিজুর রহমান ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে রাজারহাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগে আনিছুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেকোনো নেতা-কর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাজারহাট উপজেলার সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকির অভিযোগ ওঠে উপজেলা আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা বিএনপি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
সাংবাদিক আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ছোট ভাই আরিফুল ইসলামের চাকরিতে নানা জটিলতা সৃষ্টি করেন। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ও তার ছেলে।
এদিকে অব্যাহতি প্রসঙ্গে আনিছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। অব্যাহতি পত্রে যা লেখা আছে, তাই।
আরও পড়ুন:








