নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা (পূর্বপাড়া) বিলের একটি ডোবা থেকে গলিত এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও স্বজনদের ধারণা, লাশটি গন্ডা ইউনিয়ন যুবদল নেতা শামীমের হতে পারে। গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে শামীম রহস্যজনকভাবে নিখোঁজ হন। তবে লাশটি পচে-গলিত থাকায় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সঠিক পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষাসহ অন্যান্য প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








