রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হতাশা থেকে ঢাবির সাবেক শিক্ষার্থী আত্মহত্যা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৯

শেয়ার

হতাশা থেকে ঢাবির সাবেক শিক্ষার্থী আত্মহত্যা
ছবি: বাংলা এডিশন

দীর্ঘদিনের হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থীর নাম লিপন রায় দ্বীপ, তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ও জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কমিটির ১নং সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার দিবাগত রাতে দিকে তার নিজ বাড়িতে লালমনিরহাটে আত্মহত্যা করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

দ্বীপের বন্ধু ও সাংবাদিক আব্দুল্লাহ আল জোবায়ের জানান, ব্যক্তিগত কারণে শুক্রবার রাতের দিকে লিপন রায় দ্বীপ লালমনিরহাটে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, ‘চাকরি নিয়ে দ্বীপের হতাশা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে সে ডাচ বাংলা ব্যাংকে উচ্চ পদে কর্মরত ছিলেন। মূল সমস্যা চাকরি নয়, বিষয়টি ছিল ব্যক্তিগত।’



banner close
banner close