রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সাবেক ওসি মোকাম্মেল হকের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

সাভার প্রতিনিথি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৪

শেয়ার

সাবেক ওসি মোকাম্মেল হকের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

রাজধানীর রূপনগর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোকাম্মেল হকের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ অভিযোগ উঠেছে। দায়িত্বকালীন সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে থানাকে পরিণত করেছিলেন ব্যক্তিগত আয়ের হাতিয়ার হিসেবে—এমন অভিযোগ ভুক্তভোগী ও স্থানীয়দের।

রেকর্ড অনুযায়ী, মোকাম্মেল হক ২০১৭ সালের ১২ মে রূপনগর থানায় তদন্ত ওসি হিসেবে যোগ দেন। প্রায় সাড়ে চার বছর দায়িত্ব পালনের পর ২০২২ সালের ১৮ জানুয়ারি প্রস্থান করেন। এরপর তিনি আবারও থানার ওসি হিসেবে ৩০ আগস্ট ২০২৪ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে ভয়াবহ সব অভিযোগ

ভুক্তভোগীদের অভিযোগ, দায়িত্বকালীন সময় মোকাম্মেল হক নারীকে ভোগের জন্য নানাভাবে চাপ সৃষ্টি ও হুমকি দিতেন। বনশ্রী এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশে প্রায় ১০০ একর জমি ক্রয় করেন ফুটপাতের ডিজেল-অকটেন ব্যবসায়ী ও বাজারের প্রতিটি দোকান থেকে মাসিক চাঁদা তুলতেন।

মামলা বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায় করতেন।

জায়গা দখল ও ভুয়া মামলা দিয়ে সাধারণ মানুষকে ভয়ের মধ্যে রাখতেন‌ সাধারণ মানুষের অভিযোগ। স্থানীয়রা বলছেন, থানায় গিয়ে ন্যায়বিচার নয়, বরং ভোগ করতে হয়েছে ভয় আর হয়রানি। সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করা ছিল তার নিয়মিত কৌশল। তার দাপটের কারণে অনেকেই মুখ খুলতে ভয় পেতেন।



banner close
banner close