রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পঞ্চগড়ে বিশ্ব পর্যটন দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫০

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

পঞ্চগড়ে বিশ্ব পর্যটন দিবস পালিত
বাংলা এডিশন

পর্যটন টেকসই উন্নয়ন প্রতিপাদ্যে নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ায় শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করে ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়।

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত শোভাযাত্রাটি তেঁতুলিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন নিউজ ২৪-এর পঞ্চগড় জেলা প্রতিনিধি সরকার হায়দার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিঞা, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান।

এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, জেলা পাথর-বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবীব, পরিবেশ কর্মী মাহমুদুল হাসান ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সাকিল।

আলোচনায় বক্তারা তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনা বিদ্যমান সমস্যার কথা তুলে ধরেন। পর্যটকদের জন্য আবাসন, খাবার, যাতায়াত, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে উন্নয়নের দাবি জানানো হয়।

সময় বক্তারা পঞ্চগড়কে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করার দাবি জানান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।



banner close
banner close