রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বান্দরবানে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা ও নগদ ১০ লক্ষ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

বান্দরবানে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা ও নগদ ১০ লক্ষ টাকাসহ দুই নারী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা (যার মুল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা), দুইটি মোবাইল সেট ও নগদ ১০ লক্ষ টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

২৭ সেপ্টেম্বর, শনিবার সকাল ০৭.৪৫ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ইউপির ০৪নং ওয়ার্ড চিংথুই পাড়াস্থ হ্লাথোয়াইছা মার্মার সেমি পাকা টিনসেড বসত ঘর থেকে ১২টি বান্ডেলে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চিংথোয়াই পাড়া এলাকার হ্লাথোয়াইছা মারমার মেয়ে উছাইয়ে মার্মা(১৫) এবং একই এলাকার মৃত মংপ্রছিং মারমার মেয়ে মাচিংওয়াং মারমা(৮০)।

পুলিশ জানায়, শনিবার সকাল ০৭.৪৫ ঘটিকার সময়ে নাইক্ষ্যংছড়ি থানাধীন ০৫নং সোনাইছড়ি ইউপির ০৪নং ওয়ার্ড চিংথুই পাড়াস্থ হ্লাথোয়াইছা মার্মার সেমি পাকা টিনসেড বসত ঘর এর ভিতরে পরষ্পর যোগসাজশে ও জ্ঞাতসারে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের বাড়িতে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ গিয়ে ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা, দুইটি মোবাইল ও নগদ ১০ লক্ষ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।



banner close
banner close