রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

খাগড়াছড়িতে লাশবাহী এম্বুলেন্সে ভাংচুর, সদরে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৭

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৪২

শেয়ার

খাগড়াছড়িতে লাশবাহী এম্বুলেন্সে ভাংচুর, সদরে ১৪৪ ধারা জারি
ছবি: বাংলা এডিশন

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক উপজাতি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা জেলা। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পূর্ণ দিবস সড়ক অবরোধ পালন করছে জুম্ম ছাত্র-জনতা ।

সকালে থেকে জেলার সব-কটি উপজেলার যাতায়তের রাস্তায় গাছ ফেলে টায়ার জ্বালিয়ে পুরো জেলাকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা।

জেলায় বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। সকালে আলুটিলায় পুনবাসন এলাকায় একটি লাশবাহী এম্বুলেন্স ভাংচুর করে অবরোধকারীরা।

দুপুরে শহরের নারানখাইয়া এলাকায় অবরোধকারীদের সাথে স্থানীয় বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

পরিস্তিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রসাশন।



banner close
banner close