চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী শহীদ সেকান্তর আলী সড়কের করুণ চিত্র যেন এলাকার মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। প্রশাসনের অবহেলা ও উদাসীনতায় স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ সড়কে। ফলে প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, ঝুঁকি নিয়েই চলছে তাদের চলাফেরা।
স্থানীয়রা জানান, শহীদ সেকান্তর আলী সড়কটি স্বাধীনতার পর থেকে কোনো সংস্কারের মুখ দেখেনি। এরই জেরে শুক্রবার সকালে নুর ইসলাম নামের এক মুমূর্ষু রোগীকে সময়মতো হাসপাতালে নিতে না পারায় সড়কেই তার মৃত্যু হয়।
সরেজমিন দেখা যায়, খানাখন্দে ভরা এ সড়কে বর্ষায় কাদা, শুষ্ক মৌসুমে ধুলোয় নাকাল হন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অন্তত পাঁচ হাজারের বেশি মানুষ এই সড়ক ব্যবহার করেন। আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। কৃষক, ব্যবসায়ী, অফিসগামী থেকে শুরু করে রোগীবাহী যানবাহনও মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।
ওই এলাকার বাসিন্দা আবু জাফর রানা বলেন, সড়ক সংস্কারের দাবিতে আমরা দুই দফা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছি। কিন্তু কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ইউনিয়ন বা উপজেলা প্রশাসন থেকেও প্রতিশ্রুতি মিলেনি। তাই ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম জানান, সড়কটির বিষয়ে ইতিমধ্যে ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। এটি আমাদের সংস্কার প্রস্তাবনায় আছে। আশাকরি আগামী ডিসেম্বরের মধ্যেই সড়কের কাজ শুরু হবে। আমরা সড়কটি পরিদর্শনের জন্য কর্মকর্তা পাঠিয়েছি।
আরও পড়ুন:








