রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাউফলে জেলেদের বিষ প্রয়োগে ৯টি মহিষের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৯

শেয়ার

বাউফলে জেলেদের বিষ প্রয়োগে ৯টি মহিষের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলের গোপালিয়া চরঘুনাথদ্দী বরিশালের বাকেরগঞ্জ ভাদুরিয়া থেকে আশা তিন মালিকের ৮০টি মহিষের মধ্যে বিষ প্রয়োগে ৯টি মহিষের মৃত্যুর অভিযোগ উঠেছে স্থানীয় জেলেদের বিরুদ্ধে।

মারা যাওয়া ৯টি মহিষের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের . রশিদ হাওলাদারের ২টি, বরিশালের সাহেবেরহাটের সোহাগ হোসেনের ৪টি মো. মাসুদের ৩টি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নে এঘটনা ঘটে।

বরিশালের চন্দ্রমোহন , ভেদুরিয়া থেকে আশা মহিষের মালিক মাছুম জানান, আমরা তিনজন মিলে মোট ৮০ টি মহিষ নিয়ে গত দেরমাস ধরে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া রঘুনাথদ্দী চরে মহিষগুলো প্রতিদিন ঘাস খাওয়ার জন্য এনেছি।

বৃহস্পতিবার দুপুরে মহিষ গুলো গোপালিয়াচরে ঘাস খাওয়ানো শেষে নিয়ে আসার পরে একটা একটা করে ১৫টি মহিষ অসুস্থ হয়ে পড়লে কিছু বুঝে ওঠার আগেই ৯টি মহিষ মারা যায়। বাকি ৬টি এখনো অসুস্থ অবস্থায় আছে। নয়টি মহিষের বর্তমান বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা হবে। আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ছে।

বিষয়ে স্থানীয় হান্নান হাওলাদার বলেন, কিছু অসাধু জেলে যারা চরের মধ্যে জাল দিয়ে দীর্ঘদিন যাবত মাছ ধরে আসছে। তারা অতি লোভে চরের মধ্যে বিষ দিয়ে মাছ শিকার করে। আমরা ধারণা করছি বিষ ঘাসের সাথে লেগে থাকায় মহিষগুলো সেই ঘাস খাওয়ায় মারা গেছে। সকল অসাধু জেলেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, এঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close