রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

প্রায় ৪ কোটি টাকার হেরোইন ফেলে পালিয়েছে চোরাকারবারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২২

শেয়ার

প্রায় ৪ কোটি টাকার হেরোইন ফেলে পালিয়েছে চোরাকারবারি
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদী থেকে প্রায় কোটি ৮০ লাখ টাকা মূল্যের কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল পদ্মা নদীতে গোয়ালডুবি এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা লক্ষ্য করে। সন্দেহভাজন দুজন ব্যক্তি নদী পার হচ্ছিল। টহলদল নৌকাটির কাছে গেলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে বিজিবি। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় পলাতক দুই ব্যক্তিকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিরা হলেন, চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের মৃত দুরুল হুদার ছেলে আব্দুল করিম (৩৫) এবং এনামুল হকের ছেলে মো. ওয়াসিম (৩১)

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।



banner close
banner close