রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আট দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৭

শেয়ার

আট দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি টানা আট দিন বন্ধ থাকবে। তবে সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। অক্টোবর থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার চালু হবে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে সোনামসজিদ বন্দরে টানা আট দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

ইমিগ্রেশনের পরিদর্শক এসআই জামিরুল ইসলাম বলেন, পাসপোর্টধারী ভারত বাংলাদেশের যাত্রীদের যাতায়াত যথারীতি চালু থাকবে।



banner close
banner close