রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাউফলে বিপুল পরিমান সরকারী বই বিক্রির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪৯

শেয়ার

বাউফলে বিপুল পরিমান সরকারী বই বিক্রির অভিযোগ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

স্থানীয়দের সহযোগিতায় হাতেনাতে ধরে বইগুলো উদ্ধার করেছে শিক্ষার্থীরা। পরে সেগুলো বিদ্যালয়ে জমা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুলিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভাঙারি মালামাল ব্যবসায়ী জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা আক্তার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির সরকারি নতুন পুরাতন বই স্থানীয় পুরাতন মালামাল ক্রেতা (ভাঙারি ব্যবসায়ী) মোহাম্মদ হানিফ হাওলাদারের কাছে বিক্রি করেন। হানিফ দাসপাড়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দুপুরে ভ্যানে করে বই বহন করার সময় শিক্ষার্থীরা স্থানীয়দের জানায়।

পরে স্থানীয়রা ব্যবসায়ী হানিফ ধরে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে বলেন বই নেই। পুরাতন খাতা সব।

পরে তিনি স্বীকার করেন যে, তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ৫ হাজার ৮৫০ টাকায় বই ও পুরাতন খাতা কিনেছেন। পরে স্থানীয়দের তোপের মুখে বইগুলো ফেরত দেওয়া হয় এবং বিদ্যালয়ে জমা রাখা হয়।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মাসুমা আক্তার দাবি করেন, পুরাতন খাতা বিক্রির সময় ভুলবশত কিছু বই চলে গেছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. মেহেরুন্নেছা বলেন, “মাত্র এক সপ্তাহ হলো যোগদান করেছি, তাই অনেক কিছু নজরে আসেনি এখনো। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close