রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নেত্রকোনায় নির্বাচনের সাড়ে তিন বছর পর দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫০

শেয়ার

নেত্রকোনায় নির্বাচনের সাড়ে তিন বছর পর দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান
ছবি: বাংলা এডিশন

দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াইয়ের পর অবশেষে চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করলেন নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদের আবু তাহের আজাদ।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে বুধবার নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসকের কার্যালয়ে আবু তাহের আজাদকে শপথ বাক্য পাঠ করান।

২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৫ ভোটের ব্যবধানে পরাজিত হন আবু তাহের। নৌকা প্রতীকের প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে ৫ হাজার ২২৬ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

আবু তাহের আনারস প্রতীকে ৫ হাজার ১৯১ ভোট পান। ফলাফলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে আবু তাহের মামলা করলে প্রথমে তা খারিজ হয়। পরে আপিলের পর পুনরায় ভোট গণনার নির্দেশ দেন আদালত।

গত ৭ আগস্ট নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে পুনঃগণনায় আবু তাহেরকে ৮৩৮ ভোটে এগিয়ে থাকায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এর প্রেক্ষিতে সাড়ে তিন বছর সাত মাস পর তিনি চেয়ারম্যানের পদ ফিরে পান।



banner close
banner close