ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১৩০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি গাড়ি ও চালককে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধরখার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত চালকের নাম মোঃ মোজাম্মেল হক। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ গ্রামের প্রয়াত মো. আতাউল্লাহ’র ছেলে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বৃহস্পতিবার বেলা পৌণে তিনটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতীয় অবৈধ পণ্য নিয়ে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে আসছে বলে গোপন খবর আসে। এরই খবরের ভিত্তিতে ধরখার ভাঙ্গা ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ফোনের ডিসপ্লে ও ফোন সেট জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত গাড়িসহ জব্দকরা মালামালের মূল্য প্রায় ৪৮ লাখ টাকা।
আরও পড়ুন:








