রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বরিশালে ৩ লাখ টাকার নকল সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫২

শেয়ার

বরিশালে ৩ লাখ টাকার নকল সিগারেট জব্দ
বাংলা এডিশন

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে প্রায় লাখ টাকার নকল সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ভ্যাট বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে খুলনা কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেটের বরিশাল সার্কেল- অভিযান পরিচালনা করে।

কাস্টমস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ সিগারেট বিক্রি মজুদ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বন্দর, গৌরনদী বাজার টরকী বন্দরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

অভিযানকালে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৭ হাজার শলাকাফিফটি/ফিফটি’, ১২ হাজার শলাকাফিউচার কিংসসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৩ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় লাখ ২০ হাজার টাকা।

বরিশাল সার্কেল- এর সহকারী কমিশনার বলেন, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধ সিগারেট বিক্রি করে আসছিল। অভিযানে এসব নকল সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া।



banner close
banner close