ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. নজরুল ইসলাম (৩৫)। তার বাবার নাম মো. হানিফ রাঢ়ী। তিনি বরিশালের মুলাদী থানার উত্তর পাতারচর গ্রামের বাসিন্দা এবং কেরানীগঞ্জ মডেল থানার জয়নগর এলাকায় ভাড়া থাকতেন।
বুধবার বিকেলে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার নোটে মোট ৭১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আজ সকালে কদমতলী গোলচত্ত্বর এলাকায় ঢাকা দক্ষিণ ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ (ক্রাইম এন্ড অপস) এর অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে এবং ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নজরুলকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
আরও পড়ুন:








