পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামে বেকারত্ব হতাশায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ রাকিবুর রহমান (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত রাকিবুর রহমান ওই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
তার বোন রাফিজা বেগম জানান, প্রায় ৮ মাস আগে রাকিবুরের বিয়ে হয়। স্ত্রী বর্তমানে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করছেন। অন্যদিকে রাকিবুর ঢাকায় বসুন্ধরায় চাকরি করতেন। কিন্তু সাম্প্রতিক সময় তার চাকরি চ্যুত হলে তিনি বেকার হয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য জীবনে নিত্য কলহ চলছিল। পরিবারের ধারণা, বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
বাউফল হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ শহীদুল ইসলাম বাংলা এডিশনকে বলেন, স্থানীয়রা রাকিবুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে পরিক্ষা করে দেখি তিনি মৃত বরণ করেন।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বাংলা এডিশনকর বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








