ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে স্ত্রী জয়গনকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী মো. আউব আলী। বৃহস্পতিবার বেলা এগারোটায় দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়গনের ছোট ভাই মো: সেলিম বেপারী জানান, পারিবারিক কলহের জেরে তার বোন জামাতা আউব আলী তাকে নিজ বাড়িতে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পেটে ও হাতে ছুড়িকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
এদিকে জয়গনের স্বামী এ ঘটনার পরে নিজেই আত্মহত্যার চেষ্টা করেছে বলে জয়গনের ভাই সেলিম বেপারী জানান। আউব আলীকেও গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
আউব আলীর পরিবার জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ ঘাতক স্বামীও মৃত্যুবরণ করেন।
দোহার থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানতে পারবো।
আরও পড়ুন:








