রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বরিশালে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন প্রধান বিচারপতির

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৫

শেয়ার

বরিশালে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন প্রধান বিচারপতির
বাংলা এডিশন

বরিশালে জেলা দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি আদালতে পৌঁছান। সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সাত সদস্যের প্রতিনিধি দল।

পরিদর্শনকালে প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ইউএনডিপি প্রতিনিধি দল জানায়, দেশের গরিব অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজ সহনশীল করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

পরিদর্শন শেষে সকাল সাড়ে ১১টায় নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে জুডিশিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধি দল, বিভাগীয় জেলা দায়রা জজ, বিচারক এবং আইনজীবীরা অংশ নেন।

বরিশাল জেলা দায়রা জজ মো. ফারুক হোসেন জানান, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ বরিশালে আয়োজন সম্পন্ন হলো।



banner close
banner close