খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার সকালে সন্দেহভাজন চয়ন শীল (১৯) নামে এক যুবককে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করা হয়েছে। আটক যুবক বাপ্পি শীলের ছেলে।
ভুক্তভোগী ঐ উপজাতি স্কুল শিক্ষার্থীর অভিযোগ গতকাল মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তিনজন অজ্ঞাতনামা যুবকের কতৃক ধর্ষণের শিকার হন তিনি।
স্থানীয়রা রাতেই শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের পূর্ব পার্শ্বে মাটি ভরাটকৃত জায়গার ওপর অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চয়ন শীলকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করেছে। অপর দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ হয়।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা সড়ক অবরোধ এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেয়া হয়।
আরও পড়ুন:








