রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে অর্থ আত্মসাৎ মামলায় সাবেক প্রধান শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০৭

শেয়ার

সিরাজগঞ্জে অর্থ আত্মসাৎ মামলায় সাবেক প্রধান শিক্ষক গ্রেপ্তার
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার মিরপুর এলাকায় পলাতক অবস্থায় তাকে আটক করা হয়। তিনি উপজেলার বিনায়েকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হলে রাকিবুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ওই সময়ে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, এফডিআর ভাঙানো ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ পুনর্বহাল হলে রাকিবুল ইসলামের অনিয়ম প্রকাশ্যে আসে। একই বছরের ডিসেম্বরে আব্দুল মজিদ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



banner close
banner close