সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ফেনীতে বিএনপির সদস্য সংগ্রহে অতিথি আওয়ামী লীগ উপদেষ্টা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১২

শেয়ার

ফেনীতে বিএনপির সদস্য সংগ্রহে অতিথি আওয়ামী লীগ উপদেষ্টা
ছবি: বাংলা এডিশন

শনিবার বিকেল তিনটায় ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩নং ওয়ার্ড ভোরবাজার নামক স্থানে ফারুকিয়া দাখিল মাদ্রাসার হল রুমে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরনের করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন বাচ্চু, যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন খন্দকার সদস্য শহীদুল ইসলাম সহ নেতাকর্মীরা। এছাড়াও ওই অনুষ্ঠানে অতিথি সারিতে দেখা যায় ফরহাদনগর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ইউসুফ হায়দার কে।

এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখাদিয়েছে, তারা বলেন শুধু মাত্র নিজের গ্রুপ ভারি করার জন্য দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ৫ তারিখের পরের বিএনপি ও আওয়ামী লীগের লোকজন দিয়ে দলীয় অনুষ্ঠান করে যাচ্ছেন, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন বাচ্ছু। তারা তদন্তের মাধ্যমে এমন বিতর্কিত কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন বাচ্ছু নিজেই আওয়ামিলীগ নেতা ইউসুফ হায়দার থেকে ৩ লক্ষ টাকার বিনিময়ে তাকে আওয়ামিলীগ থেকে বিএনপিতে নিয়ে আসার নিশ্চিতা দিয়েছে। তিনি আরও বলেন বাচ্ছু বিএনপির মুলধারার ব্যাক্তি নয়, দলচুট নেতা। তিনি দীর্ঘ সময় জাতীয় পাটির রাজনীতির সাথে জড়িয়ে ছিলেন পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন।

এছাড়াও যে দল ক্ষমতায় আসে সেই দলের প্রভাবশালী নেতাদের সাথে তার সখ্যতা গড়ে তুলেন তিনি।

ফেনীর ২ আসনের সাংসদ নিজার হাজারির সাথেও তার অনেক সখ্যতা ছিল সেটাকে পুজি করে তিনি আওয়ামীলীগ এর সময় তিনি ফাজিল পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক রিপন এর সাথে বালুর ব্যাবসা ও যুবলীগ নেতা জেলা পরিষদের সদস্য নরুল আপছার আপন এর সাথে ঠিকাদারি করেছেন এবং জেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দুর রহমান বি কম তার আত্তিয় হওয়ায় তাকে দিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে মামলায় আসামী করিছে এমন অভিযোগও রয়েছে বিএনপির এই নেতার বিরুদ্ধে।

এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির এক নেতা জানান আমরা এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, এ বিষয়েও হাইকমান্ডকে জানানো হবে এবং বিষয়টি আমরা তদন্ত করে দেখে আমরা সাংগঠনিক ব্যাবস্থা নিব।



banner close
banner close