ঝিনাইদহের শৈলকুপায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ ও আন্দোলনের ঘটনা ঘটেছে।
এসময় বহিরাগতদের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরকের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সোমবার সকালে এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভ চলাকালে বহিরাগতদের আক্রমণে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, এর আগেও প্রধান শিক্ষকের অসদাচরণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ভাইরাল হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের ক্ষোভ ফেটে পড়ে আজকের বিক্ষোভে।
অভিভাবক ও এলাকাবাসী বলেন, এ ধরনের ঘটনা ক্ষমার অযোগ্য। আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সিন্ধা দাস বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








