কিশোরগঞ্জের ভৈরবে নিজের পছন্দের মানুষকে বিয়ে করে কাছে পাবে না বুঝতে পেরে অভিমানে নাদিম সিকদার (২৫) নামে সৌদি প্রবাসী আত্মহত্যা করে।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
প্রবাসী নাদিম শিকদার লুন্দিয়া গ্রামের শফর উদ্দিন মিয়ার ছেলে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে নিহতের চাচাতো ভাই মোমেন সিকদার।
প্রবাসী নাদিম শিকদার ওই এলাকার শফর উদ্দিন মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছে নিহতের চাচাতো ভাই মোমেন শিকদার।
এলাকাবাসী জানায়, দীর্ঘ তিন বছর যাবত মধ্য প্রাচ্যের দেশ সৌদী আরবে কর্মরত ছিলেন নাদিমদের পরিবারে তারা তিন বোন ও সাত ভাই। ভাইদের মধ্যে সে চতুর্থ। তিন মাস আগে সৌদী আরব থেকে দেশে এসেছেন। পরিবার ছেলের বিয়ের জন্য পাএী দেখে পছন্দ করে ফেলেছে, তবে নাদিমের আগে থেকেই তার পছন্দের পাত্রী ছিল। বিষয়টি তার বাবা মাও জানতেন, বাবা মা সে দিকে খেয়াল না করেন, ছেলের জন্য পাএী পছন্দ করে ফেলে এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নাদিম নিজ ঘরে আত্মহত্যা করেছে।
নিহতের চাচাতো ভাই মোমেন সিকদার জানান, সকালেও বাবা মায়ের সাথে বসে ভাত খেয়েছে নাদিম। বাবা মায়ের সাথে নাদিমের কোন রকম ঝগড়া ছিল না। তবে নাদিমের পছন্দের পাত্রী ছিল। যতটুকু জেনেছি তার বাবা মায়ের সেই পাত্রী পছন্দ ছিল না। এতেই অভিমানে নাদিম আত্মহত্যা করে থাকতে পারে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি নাদিম আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মাহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








