সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

শিক্ষাবিদ অধ্যাপক এ কে এম জাকারিয়ার জানাজায় হাজারো মানুষের ঢল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৪

শেয়ার

শিক্ষাবিদ অধ্যাপক এ কে এম জাকারিয়ার জানাজায় হাজারো মানুষের ঢল
ছবি: বাংলা এডিশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের জিএস মাসুম আব্দুল্লাহর সম্মানিত পিতা, এমইএস কলেজের সাবেক ইতিহাস বিভাগের অধ্যাপক শিক্ষাবিদ এ কে এম জাকারিয়া (৭৬) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল ৫টায় বাঁশখালী ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-ছাত্রসহ অসংখ্য মানুষ মরহুমকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের পুত্র ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাদেক আব্দুল্লাহ।

শিক্ষাবিদ এ কে এম জাকারিয়া বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মরহুম মুজিবুর রহমানের পুত্র। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শোকাহত পরিবার মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোক সইবার তাওফিক দেন।



banner close
banner close