চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের সপ্তাহে পরীক্ষা স্থগিতের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের দিন আগামী ১৫ অক্টোবর এবং নির্বাচনের পরদিন ১৬ অক্টেবর বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে।
মঙ্গলবার বিকাল ৪টায় এই তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।
চাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে গতকাল জরুরি বৈঠক আয়োজন করে নির্বাচন কমিশন। চাকসু নির্বাচন উপলক্ষে নির্বাচনের সপ্তাহে অর্থাৎ ১২-১৮ অক্টোবর সকল বিভাগ ও ইন্সটিটিউটের পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এনিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানায় সাধারণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের দাবিকে পুনরায় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে আজ দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, চাকসু নির্বাচন উপলক্ষে পরীক্ষা স্থগিত থাকবে মাত্র ২ দিন। নির্বাচনের দিন এবং এর পরেরদিন সকল বিভাগ ও ইন্সটিটিউটের পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকসু কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করা সংক্রান্ত ভিন্ন প্রস্তাব থাকা সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংবিধি অনুযায়ী চাকসু নির্বাচনে শুধু নির্বাচনের দিন ও তার পরের দিন সকল পরীক্ষা স্থগিত থাকবে। অর্থাৎ আগামী ১৫ ও ১৬ অক্টোবর দুই দিন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের সকল পরীক্ষা স্থগিত থাকবে।
উল্লেখ্য, ৩ দিন পিছিয়ে আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত এই চাকসু নির্বাচন। যেখানে ভোটদানে অংশ নিবেন ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।
আরও পড়ুন:








