গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে কুখ্যাত আজাদুলকে আবারও আটক করেছে পুলিশ। জামিনে বেরিয়েই নতুন করে চুরিতে জড়িয়ে তিনি দু’টি চোরাই মোটরসাইকেলসহ ধরা পড়েন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদমেরী গ্রামে অভিযান চালানো হয়। এসময় মিলন মিয়ার বাড়ি থেকে কয়েক মাস আগে আজাদুলের কাছ থেকে কেনা একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আজাদুলকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার মমিন মিয়ার বাড়ি থেকে আরেকটি টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর উপজেলার শাখাহার ইউনিয়নের রাজশ গ্রামের হিন্দুপাড়ায় মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসীর হাতে হাতেনাতে ধরা পড়েছিলেন আজাদুল। পরে থানায় সোপর্দ করলে আদালত থেকে তিনি সেদিনই জামিনে বের হয়ে আসেন। কিন্তু মাত্র তিন দিনের মাথায় আবারও একই অপরাধে গ্রেপ্তার হলেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আজাদুল মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:








