সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ঝালকাঠিতে আত্মহত্যার হার বাড়ছে

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩০

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩০

শেয়ার

ঝালকাঠিতে আত্মহত্যার হার বাড়ছে
প্রতীকী ছবি।

ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে থেকে একটি চিরকুট পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত পলাশ সূত্রধর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের টিস্যু পণ্যের বিক্রয় প্রতিনিধি পদে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার তেরচড় গ্রামের বাসিন্দা সুধীর সূত্রধরের ছেলে,

মাত্র তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।

ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, এতে লেখা, ‘এই জীবন খুবই কঠিন। আমি আমার ব্যর্থতার যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিবেন, মেহেদি ভাই, এম কে ট্রেডার্স।

পলাশের ঘটনাটি বিচ্ছিন্ন নয়। এই চলতি সেপ্টেম্বর মাসে ঝালকাঠিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কমপক্ষে চারজন।

বিশ্লেষকরা বলছেন, আত্মহত্যার পেছনে সামাজিক, পরিবেশগত ও জিনগত কারণ কাজ করে। মানসিক সমস্যা আছে, এমন মানুষের আত্মহত্যার ঝুঁকি বেশি। ব্যক্তির মাধ্যমে সহিংসতার শিকার, নিজের কাছের মানুষের দ্বারা সহিংসতার শিকার, যৌন সহিংসতার শিকার বা হয়রানি বা শৈশবের কোনো তীব্র মানসিক আঘাতের কারণে মানুষ আত্মহত্যা করতে পারে।

এখনকার দিনে মানুষ নানা কারণে নিঃসঙ্গ হয়ে পড়ছে। নিঃসঙ্গতাও মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। আগ্নেয়াস্ত্র বা কীটনাশকের মতো জিনিস সহজলভ্য হওয়াটা আত্মহত্যার ঝুঁকি বাড়িয়েছে। দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গেও আত্মহত্যার সম্পর্ক আছে। এসব বিষয় এক হয়ে আত্মহত্যা একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।



banner close
banner close