পটুয়াখালীর কলাপাড়ায় নাজমিন বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন কলাপাড়া থানা পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউপির পাটুয়া গ্রামে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নাজমিন বেগম ওই গ্রামের জাকারিয়া হোসেনের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, স্বামী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন নাজমিন। তবে তিনি প্রায় একমাস আগে ছেলে-মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে এসে বসবাস শুরু করেন। বুধবার সকালে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বাংলা এডিশনকে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে সুরতহাল শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে এখন কিছু বলা যাবে না।
আরও পড়ুন:








