সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নেত্রকোনায় হত্যা মামলা তুলে নিতে হুমকি, নিহতের স্বজনদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০৩

শেয়ার

নেত্রকোনায় হত্যা মামলা তুলে নিতে হুমকি, নিহতের স্বজনদের বিক্ষোভ
ছব: বাংলা এডিশন

নেত্রকোনায় কৃষক নূর মোহাম্মদ হত্যা মামলার বাদী ও তাঁর পরিবারকে মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তাঁর স্বজনরা।

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের বাবা মোফাজ্জল।

পরে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে নিহতের স্বজনরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মামলার এজাহার ও পরিবারসূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট আধিপত্য বিস্তার ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সদর উপজেলার জামাটি গ্রামের মো. মোফাজ্জলের ছেলে কৃষক নূর মোহাম্মদ (৩৫) প্রতিপক্ষের হামলায় নিহত হন।

ওই দিন রাতেই একই বিরোধকে কেন্দ্র করে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে মৌগাতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বিএনপি কর্মী দোজাহান মিয়াও (৫২) প্রতিপক্ষের হামলায় নিহত হন।

পরদিন নূর মোহাম্মদ হত্যার ঘটনায় তাঁর বাবা ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহত নূর মোহাম্মদের বাবা মোফাজ্জল জানান, আসামিপক্ষের লোকজন বারবার মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে পরিবারের সবাই আতঙ্কে রয়েছেন।

নূর মোহাম্মদের চাচা সাইফুল ইসলাম বলেন, ১৭ আসামির মধ্যে মাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তবে মামলার দুই আসামি দাবি করেন, ঘটনার সময় তাঁরা উপস্থিত ছিলেন না এবং বাদীপক্ষকে কোনো হুমকি দেননি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নূর মোহাম্মদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। বাদীকে হুমকির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close