সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু, শোকের ছায়া নেত্রকোণার গ্রামে

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০০

শেয়ার

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু, শোকের ছায়া নেত্রকোণার গ্রামে
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ (৪৫) শেষ পর্যন্ত জীবন হারালেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শামীম আহমেদের মৃত্যুর খবর পৌঁছাতেই নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর-পিজাহাটিতে নেমে আসে গভীর শোকের ছায়া। গ্রামের মানুষজন থেকে শুরু করে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয়জনকে হারিয়ে কেউই এই মৃত্যু মেনে নিতে পারছেন না।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের দিকে টঙ্গী সাহারা মার্কেটের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের চারজন সদস্য দগ্ধ হন। তাঁদের মধ্যে শতভাগ দগ্ধ হন শামীম আহমেদ।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের ডিএডি হাফিজুর রহমান জানান, শামীম আহমেদের মরদেহ এখনও বার্ন ইনস্টিটিউটে রয়েছে। সেখান থেকে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নিয়ে জানাজা শেষে গ্রামের বাড়ি কেন্দুয়ায় আনা হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন শামীম আহমেদ। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো এই বীর ফায়ার ফাইটার মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য স্বজন ও সহকর্মী রেখে গেছেন।

তাঁর এই আত্মত্যাগে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close