সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী ইয়াবাসহ যুবক আটক

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪০

শেয়ার

জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী ইয়াবাসহ যুবক আটক
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক উজ্জ্বল উথলী গ্রামের আমতলা পাড়ার আক্কাস আলীর ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানার এসআই শাহীন আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উথলী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে উজ্জ্বল নামের এক যুবককে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।



banner close
banner close