মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

পাসপোর্ট অফিসে সার্ভারের সমস্যা; চুয়াডাঙ্গায় সেবা গ্রহীতাদের ভোগান্তি

রেজাউল করিম, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৬

শেয়ার

পাসপোর্ট অফিসে সার্ভারের সমস্যা; চুয়াডাঙ্গায় সেবা গ্রহীতাদের ভোগান্তি
ছবি: বাংলা এডিশন

সার্ভারে সমস্যার কারনে গত তিনদিন ধরে ভোগান্তিতে পড়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবাগ্রহীতারা।

মঙ্গলবার সকালে নয়টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিসের গেটের সামনে ও আশেপাশে সেবাগ্রহীতাদের ভীড়। জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে অনেকে পাসপোর্ট করতে আসেন। অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে যান। তারা লাইনে প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়ানোর পর অফিসের কার্যক্রম শুরু হলে জানতে পারেন, যার যা কাজ আছে তা নিয়ে পরের দিন অফিসে আবার আসতে হবে।

এরপরও মানুষ শেষ সময় দুপুর পর্যন্ত অপেক্ষা করে দেখছেন একটা পর্যন্ত কাজ হয় কিনা।

গেটের বাইরে থেকে অনেকেই বাক-বিতণ্ডায় লিপ্ত হন দায়িত্বরত আনসার এর সঙ্গে।

পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার কর্মঘণ্টা শুরুর পর থেকেই সকাল থেকে সার্ভারের যন্ত্রাংশের ত্রুটির কারণে পাসপোর্ট অফিসের সকল রকম সেবা বন্ধ রাখা হয়েছে। এমনকি মঙ্গলবার ঠিক হয় কিনা তা নিশ্চিত বলতে পারছেন না কর্মকর্তারা।

একজন আনসার সদস্য জানান, পাসপোর্ট অফিসের পাশেই একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হওয়ায় সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হয়েছে।

জীবননগর থেকে আসা শাকিল নামের পাসপোর্ট আবেদনকারী বলেন, ‘আমি সকাল ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে এখানে এসে দেখি, মানুষ আমার আগে এসে লাইন ধরেছে। কিন্তু সকাল নয়টার দিকে ওরা মঙ্গলবার সকাল থেকেই সার্ভারের সমস্যা কাজ হবে না, সবাই কালকে বুধবার আসেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস এম জাকির হোসেন বলেন, ‘আমাদের সার্ভারের সমস্যার কারণে সকল কার্যক্রম বন্ধ আছে। মূলত সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় আবেদন গ্রহণ বা পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে টেকনিশিয়ানরা এসে এ সমস্যার সমাধান করবে। আশা করছি, খুব দ্রুত সমাধান হওয়ার সম্ভবনা রয়েছে এবং সেবা প্রদান করা সম্ভব হবে।’



আরও পড়ুন:

banner close
banner close