খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক সকাল চারটা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার রেলিং সংলগ্ন সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে উপস্থিতরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল চারটা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রূপসা ব্রিজ টোল প্লাজার পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয় আজিজুল ও ওসমান। তারা জানান, তিনি বিষপান করেছিলেন বলে ধারণা করা হয়।
তিনি হেঁটে বের হয়ে অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির দিকে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাসপাতাল ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে।
আরও পড়ুন:








