সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ধর্ষণ মামলায় সুলতান মাহমুদ (৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে কামারখন্দ উপজেলার কাশিয়াহাটা গ্রামের সুলতান মাহমুদ প্রতিবেশী এক নারীকে প্রলোভন দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যান। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার পর ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ যাচাইয়ের পর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আরও পড়ুন:








