চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইয়ারহাট উত্তরা বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
এছাড়াও অভিযোগে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ও তার টিম।
সহকারী কমিশনার (ভূমি) আলউদ্দিন কাদের জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তির আচরণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনজনকে গ্রেপ্তার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং ৩০০ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া অভিযানকৃত স্থানে ফেলে যাওয়া অবস্থায় মাদক দ্রব্য ও মাদক সেবনের কিছু উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।
আরও পড়ুন:








