সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জ বেলকুচিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯

শেয়ার

সিরাজগঞ্জ বেলকুচিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা
প্রতিকি ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১২ বছরের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুলাল মন্ডল (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১৪ সেপ্টেম্বর সেন ভাঙ্গাবাড়ী গ্রামে নিজ দোকানে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন দুলাল মন্ডল। নির্যাতনের কারণে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, প্রথম দিকে প্রভাবশালী মহলের চাপের কারণে মামলা করতে বাধার সম্মুখীন হতে হয়। স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও শেষ পর্যন্ত তারা থানায় মামলা দায়ের করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর নানীর দায়ের করা মামলায় দুলাল মন্ডলকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাল মন্ডল আত্মগোপনে রয়েছেন। তার বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close