মেহেরপুরের গাংনীতে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাংনী উপজেলার ছাতিয়ান ব্রিক ফিল্ড বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৪৫ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম লিপন হোসেন (৩৭)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তেকালা পশ্চিম পাড়ার ফরজ আলীর ছেলে।
গাংনী থানা পুলিশের এসআই শিমুল বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ছাতিয়ান ব্রিক ফিল্ড বাজার এলাকা দিয়ে এক মাদক কারবারি ফেনসিডিল পাচার করছে। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থান নেই এবং সন্দেহভাজন TVS মেট্রো মোটরসাইকেল (রেজি: কুষ্টিয়া হ-১৩-২৭৬০) থামিয়ে তল্লাশি করি। তল্লাশির সময় মোটরসাইকেলের সিট কভারের নিচে পলিথিন মোড়ানো অবস্থায় থরে থরে সাজানো ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক লিপন হোসেন দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত। মোটরসাইকেলের সিট কভারের নিচে ফেনসিডিল লুকিয়ে সে মাদক পরিবহন করছিলো, যা অত্যন্ত কৌশলপূর্ণ একটি পদ্ধতি।
আটকের সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আটক লিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








