সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ধামরাইয়ে পিকআপ দুর্ঘটনায় নিহত দুই

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৯

শেয়ার

ধামরাইয়ে পিকআপ দুর্ঘটনায় নিহত দুই
বাংলা এডিশন

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে গেলে দুইজন নিহত দুইজন আহত হয়েছেন। নিহত দুইজনের নামই মনির হোসেন, এবং তাঁরা দুজনই তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধামরাই-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

নিহতদের দুজনের নাম মনির হোসেন হলেও তারা আলাদা পরিবার এলাকার বাসিন্দা ছিলেন।

মনির হোসেন (৩৫): পিকআপচালক, ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে। মনির হোসেন (২৫): পাশের চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে। তিনি জামগড়া এলাকায় একটি পোলট্রি ফিড কারখানায় চাকরি করতেন।

পুলিশ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাভারের জামগড়া এলাকা থেকে পোলট্রি ফিড ডেলিভারি দিয়ে ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।

আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহতরাও তাঁদের পরিবারের একমাত্র সন্তান।

নিহত পিকআপচালক মনির হোসেনের মামাতো ভাই রাসেল হোসেন বলেন, পিকআপটির মালিক ছিলেন মনির। তিনি নিজেই গাড়ি চালিয়ে সংসার চালাতেন। তাঁর আয়ে চলত পুরো পরিবার।

তিনি আরও জানান, চাপিল গ্রামের মনির হোসেনও তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তিনি প্রতিদিন মনিরের গাড়িতে পোলট্রি ফিড সরবরাহ করতেন।

হঠাৎ এই দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুই তরুণের এভাবে অকাল মৃত্যু স্থানীয়দেরও গভীরভাবে মর্মাহত করেছে।



banner close
banner close