রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৭

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০০

শেয়ার

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ
বাংলা এডিশন

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিভিন্ন স্থানে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা, রাস্তার দুরবস্থা কাজে বের হতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

এদিকে, বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও বর্ষাকালীন সবজি চাষিরা শঙ্কায় রয়েছেনবৃষ্টির কারণে জমিতে পানি জমে গেলে ফসলের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন কৃষকরা।

অন্যদিকে, মৌসুমি বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এতে উপকূলীয় জেলেদের মধ্যে সতর্কতা দেখা গেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুব রহমান সুখি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি, আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি এবং তা ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রগামী নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।



banner close
banner close