সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মাগুরায় খাবারে পোকামাকড় পাওয়ায় হোটেল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৩

শেয়ার

মাগুরায় খাবারে পোকামাকড় পাওয়ায় হোটেল ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ, খোলা খাবারে মাছি ও পোকামাকড় পাওয়ায় এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার শহরের ভায়না মোড় এলাকায় অভিযানে মেসার্স সোনার বাংলা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স সোনার বাংলা হোটেল মালিক মো. উজির বিশ্বাসের হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ, খোলা খাবারে মাছি ও পোকামাকড় পাওয়া যায়। মূল্য তালিকা হালনাগাদ না করা এবং নিষিদ্ধ কাগজে খাবার সংরক্ষণেরও প্রমাণ মেলার অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফ্রিজে রাখা বাসি খাবার ধ্বংস করে দেয়া হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।



banner close
banner close