সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

দেড় মণ ওজনের পাখি মাছ জেলের জালে, বিক্রি হলো মাত্র সাত হাজার টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৯

শেয়ার

দেড় মণ ওজনের পাখি মাছ জেলের জালে, বিক্রি হলো মাত্র সাত  হাজার টাকায়
ছবি: বাংলা এডিশন

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে জেলেদের জালে ধরা পড়লো দেড় মণ ওজনের এক বিশালাকৃতির পাখি মাছ। স্থানীয়ভাবে ‘গোলপাতা বা ‘সেইল ফিশ নামে পরিচিত মাছটি বিক্রি হয়েছে মাত্র ৬ হাজার ৯৬০ টাকায়।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আখি ফিস আড়তে খোলা বাজারে নিলামে মাছটির দাম উঠেছিল ১১৬ টাকা কেজি হিসেবে। প্রায় ৬০ কেজি ওজনের এই মাছটি বিক্রির খবর বন্দরে ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ভিড় জমান আড়তের সামনে।

ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, “এ ধরনের মাছ সুস্বাদু হলেও স্থানীয়ভাবে এর তেমন চাহিদা নেই। তাই তুলনামূলকভাবে কম দামে বিক্রি হয়। মাছটি ঢাকায় পাঠানো হয়েছে, সেখানে দাম কিছুটা বাড়তি পাওয়া যাবে।

জানা গেছে, ‘এফবি মাছরাঙ্গা নামের একটি ট্রলার সপ্তাহখানেক আগে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। সেখানে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে বিরল এ পাখি মাছ। এরপর আলীপুর বন্দরে এনে খোলা বাজারে নিলামে তোলা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “পাখি মাছ মূলত গভীর সমুদ্রের বাসিন্দা। পরিবেশগত কারণে কিংবা আবহাওয়া খারাপ থাকায় এগুলো সচরাচর তীরে আসে না। তবে সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে এর উপস্থিতি কিছুটা বেড়েছে। স্থানীয় বাজারে এর চাহিদা কম থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।



banner close
banner close