শরতের আগমনী বার্তা নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ, আইনতা সারিঘাট এলাকায় এবারও ফুটেছে সাদা কাশফুল। বুড়িগঙ্গার তীর জুড়ে দুলতে থাকা কাশফুলের সাদা সাগর যেন এক অনিন্দ্যসুন্দর দৃশ্যের জন্ম দিয়েছে। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে ইতিমধ্যেই এ এলাকা হয়ে উঠেছে এক আকর্ষণীয় ভ্রমণস্থান।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছর বর্ষা শেষে শরৎকালে সারিঘাট এলাকাজুড়ে স্বাভাবিকভাবে জন্ম নেয় কাশফুল। সরেজমিনে গিয়ে দেখা যায়। বাতাসে দুলতে থাকা এই সাদা ফুলের মায়াময় দৃশ্য উপভোগ করতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে অনেক মানুষ এখানে আসছেন। তরুণ-তরুণী, পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাশবনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছবি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
দর্শনার্থী শিপন বাংলা এডিশন কে বলেন, "প্রতিদিনের ব্যস্ত নগর জীবনের ক্লান্তি দূর করতে সারিঘাটের কাশবন যেন শান্তির পরশ দেয়। চারদিকে নদী আর কাশফুল—এ যেন অন্যরকম অনুভূতি।"
প্রকৃতিবিদরা বলছেন, কাশফুল মূলত নদীর ধারে, চরে এবং পতিত জমিতে স্বাভাবিকভাবে জন্মে। শরৎকাল এই ফুলের প্রধান মৌসুম। সারিঘাটের মতো এলাকায় কাশবন শুধু সৌন্দর্যই নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে।
শহরের কোলাহল থেকে কিছুটা দূরে সারিঘাটের এই কাশবন তাই এখন প্রকৃতিপ্রেমীদের কাছে শরৎকালীন ভ্রমণের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।
আরও পড়ুন:








