সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
ছবি:বাংলা এডিশন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোপা আমন মৌসুমে টিএসপি সারের ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে সার চুরির অভিযোগ উঠেছে পার্থ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিসিআইসি-বিএডিসির ডিলার রজত ঘোষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে রজত ঘোষের গুদাম থেকে ১৩ বস্তা টিএসপি সার পাশের উল্লাপাড়া উপজেলার কুচিয়ামারা বাজারে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা সারসহ ভ্যান আটক করে থানায় সোপর্দ করেন। পরে ওই রাতে ডিলারের দোকানের কর্মচারী মুর্শিদের নামে মামলা হয়।

অভিযোগ রয়েছে, রজত ঘোষ তাড়াশ পৌর শহরে সার বিক্রির জন্য অনুমোদিত ডিলার হলেও মাধাইনগর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গুদাম করে দীর্ঘদিন ধরে বেশি দামে সার বিক্রি করে আসছেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার কর্মচারী মুর্শিদ চুরি করে সার বিক্রির চেষ্টা করেছেন।

কৃষকরা অভিযোগ করেন, রজত ঘোষ নিজেই নিয়ম বহির্ভূতভাবে অন্য উপজেলায় বেশি দামে সার বিক্রির চেষ্টা করেছেন। এ ঘটনার পর থেকে তার দোকান বন্ধ থাকায় কৃষকরা সার পাচ্ছেন না।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে ১৩ হাজার ৯১০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বিএডিসির ১৭ জন ও বিসিআইসির ১২ জন ডিলারকে মাত্র ৪৮ বস্তা করে টিএসপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, নীতিমালা বহির্ভূতভাবে বিক্রির চেষ্টা করা সার জব্দ করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মুর্শিদের নামে মামলা হয়েছে। তদন্তে ডিলার রজত ঘোষের সম্পৃক্ততা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close