রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪২

শেয়ার

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কোলাজ: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহজাহান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে জোরারগঞ্জ থানার সামনে মহাসড়কে বারইয়ারহাট ইউটার্ণ এলাকায় দ্রুত গতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও আইডি কার্ড থেকে জানা যায়, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।



banner close
banner close