রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বঙ্গোপসাগরের উপহার; দুই কেজির ইলিশ সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৯

শেয়ার

বঙ্গোপসাগরের উপহার; দুই কেজির ইলিশ সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি
ছবি: বাংলা এডিশন

বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের জালে উঠলো এক বিশাল ইলিশ। শুক্রবার বিকেলে পটুয়াখালীর ধূলাসার ইউনিয়নের আশাখালীর জেলে গিয়াসউদ্দিনের জালে ধরা পড়ে দুই কেজি ১০০ গ্রাম ওজনের এ মাছ।

পরদিন সকালে মাছটি স্থানীয় আড়ৎ মেসার্স হামিম ফিসে আনা হলে নিলামে প্রতি মণ ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম দাঁড়ায় তিন হাজার ১২৫ টাকা। ফলে পুরো মাছটি বিক্রি হয় ছয় হাজার ৫৬২ টাকায়। মাছটি ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী বন্ধন ফিস-দুই-এর মালিক ইলিয়াস হোসেন।

জেলে গিয়াসউদ্দিন জানান, ‘শুক্রবার বিকেলে আশাখালীর মোহনায় পেতে রাখা জাল তোলার সময় হঠাৎই এ বড় মাছ উঠে আসে। বড় ইলিশ পেয়ে আমরা সবাই আনন্দিত। বাজারে এনে নিলামে ভালো দামও পেয়েছি।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেদের জালেও এখন বড় আকারের ইলিশ উঠছে। এটি জেলেদের জন্য আনন্দের খবর।’



banner close
banner close