গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন চোরচক্রের সদস্য আজাদুল ইসলাম।
শনিবার সকালে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজশ গ্রামের হিন্দুপাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা মোটরসাইকেল চুরির সময় আজাদুল ইসলামকে ধরে ফেলেন এবং পরে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
আটক আজাদুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের জারিকারক ও পৌরসভার বৈরাগীপাড়ার বাসিন্দা উৎপল মহন্ত পারিবারিক কাজে হিন্দুপাড়ায় যান। তিনি বাড়ির বাইরে নিজের মোটরসাইকেল রেখে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সিসি ক্যামেরার মনিটরে দেখতে পান, এক ব্যক্তি তার মোটরসাইকেলের লক খোলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে এলে চোর পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আজাদুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন:








