রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ; ২১ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪২

শেয়ার

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ; ২১ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল পর্যন্ত ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি তার।

ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তির স্বজন, এলাকাবাসীসহ অসংখ্য মানুষ আন্ধারমানিক নদীর তীরে ভিড় জমিয়েছে।

নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুরে তার বাবা পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোরিকশায় বসা ছিলেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ ওই অটোচালককে আটক করে। একই সময়ে তার বাবাকে তল্লাশি চালানো হয়। তবে কোন মাদকদ্রব্য না পাওয়া সত্ত্বেও কর্মকর্তারা তাকে ধাওয়া করেন। পরে আত্মরক্ষার জন্য তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিলে আর উঠতে পারেননি।

এদিকে শুক্রবার বিকেল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় চেষ্টার পরও তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি। শনিবার সকালেও অভিযান অব্যাহত ছিলো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অন্যদিকে ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির। তিনি বলেন, ‘আমাদের কোন অভিযানে নুরুল ইসলাম নামে কাউকে ধাওয়া করার ঘটনা ঘটেনি।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিখোঁজ নুরুল ইসলামের দ্রুত সন্ধান দাবি করেছেন।



banner close
banner close