রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীর বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:১৩

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৬

শেয়ার

পটুয়াখালীর বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল পৌর শহরে রুমান মৃধা নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভিআইপি সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরু মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিআইপি সড়কে মনিরুজ্জামান নান্নুর ভবনে পাইলিং বসানোর কাজে নিযুক্ত ছিলেন ফরিদপুর জেলার আট শ্রমিক। প্রতিদিনের মতো তারা ওই ভবনের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতের খাবার খাওয়ার সময় সহকর্মী রহিম শেখের কাছ থেকে রুমের চাবি নিয়ে আসেন রুমান।

সহকর্মীরা জানান, খাবার শেষে রুমে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায়, রুমান গলায় রশি দিয়ে ঝুলে আছেন।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close